ব্যাডমিন্টন প্রতিযোগিতা – ২০২৪ ইং
খুব শিগ্রই মনিকান্দা যুব সংঘ কর্তৃক আয়োজিত "ব্যাডমিন্টন নাইট টুর্নামেন্ট ২০২৪ ইং" অনুষ্ঠিত হবে।
স্থানঃ মনিকান্দা খেলার মাঠ, মনিকান্দা, শিকারীপাড়া, নবাবগঞ্জ, ঢাকা-১৩২২।
চ্যাম্পিয়ন ট্রফিঃ ১৩২ লিটার ফ্রিজ
রানার্স আপ ট্রফিঃ ৩২ ইঞ্চি LED টেলিভিশন
খেলার নিয়মাবলীঃ
- খেলায় ৮টি দল অংশগ্রহন করবে। খেলাটি নক আউট পদ্ধতিতে ও ডিসাইড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
- খেলার এন্ট্রি ফি ৩,০০০/- (তিন হাজার) টাকা।
- প্রতিটির খেলার প্রতিটি দল ২টি গোল্ডেন উইন ত্রিপল থ্রি ফেদার/কক কমিটির কাছে জমা দিতে হবে।
- প্রত্যেক খেলার পূর্বে খেলোয়াড়ের নাম, দলের নাম কমিটির কাছে জমা দিতে হবে এবং খেলোয়াড়ের উপস্থিত থাকতে হবে (বাধ্যতামূলক)।
- প্রত্যেক খেলোয়াড়কে নিজ নিজ খেলার সামগ্রী সাথে আনতে হবে (ব্যাট, কেডস, জার্সি বাধ্যতামূলক)।
- খেলাটি টসের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
- সেমিফাইনাল [ এক ও তিন ] এবং [ দুই ও চার ] এর মধ্যে অনুষ্ঠিত হবে।
- রেফারীর সিদ্ধান্তই চুরান্ত বলে গণ্য হবে।
- কমিটি খেলায় যে কোন সিদ্ধান্ত গ্রহন করতে পারবে এবং তা প্রত্যেক দল মানতে বাধ্য থাকবে।
- পরিবেশ, পরিস্থিতি বিবেচনায় কমিটি খেলার তারিখ ও সময় পরিবর্তন করতে পারবে।
- মাঠ ও খেলার কোর্ট নিয়ে খেলোয়াড়, টিম ম্যানেজার ও সম্পর্কিত কোন ব্যাক্তি কোনরূপ মন্তব্য করিতে পারবে না।
বিঃ দ্রঃ ২৮ শে জানুয়ারী ২০২৪ ইং তারিখে খেলাটি অনুষ্ঠিত হয়ে যায়। এলাকার গণ্যমান্য অনেক ব্যক্তিবর্গের উপস্থিতিতে সুন্দরভাবে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলার কিছু হাইলাইটস নিচের ভিডিওতে তুলে ধরা হলোঃ
