গ্রামের পরিচিতি
মনিকান্দা গ্রামটি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে অবস্থিত। গ্রামের পশ্চিমে মহেশপুর, নট্টি, ভদ্রকান্দা গ্রাম; পূর্ব দিকে বিষমপুর, দক্ষিনে ইছামতি নদী, সোনাবাজু গ্রাম এবং উত্তরে সোনাতলা গ্রাম অবস্থিত। গ্রামে ২ টি মসজিদ, ১ টি দাখিল মাদ্রাসা, ১ টি হাফেজি মাদ্রাসা, ১ টি প্রাইমারী স্কুল, ২ টি কবরস্থান, ১ টি সরকারি কমিউনিটি ক্লিনিক, ১ টি ক্লাব ও ১ টি খেলার মাঠ আছে।
গ্রাম মানেই শান্তির ঠিকানা, গ্রাম মানেই একটু ভালোলাগা একটু ভালোবাসার জায়গা, গ্রাম মানেই স্নেহ মায়া মমতায় বেঁচে থাকার প্রেরণা, গ্রাম মানেই প্রকৃতির এক অপার সৌন্দর্যের লীলাভূমি। তাই আসুন আমরা এই অস্থায়ী পৃথিবীর সকল হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে গ্রামকে ভালোবাসি, গ্রামের মানুষকে ভালোবাসি, গ্রামের উন্নয়নের কথা চিন্তা করি।
