মনিকান্দা প্রিমিয়ার লীগ (ক্রিকেট) – ২০২৪ ইং
মনিকান্দা যুব সংঘ আয়োজিত মনিকান্দা প্রিমিয়ার লিগ (MPL) - ২০২৪ অনুষ্ঠিত হয়ে গেল ১৬ ই ফেব্রুয়ারী ২০২৪ ইং তারিখে। উক্ত খেলায় ৪টি দল অংশগ্রহন করে।
১।মনিকান্দা রাইডার্স।
২।মনিকান্দা চ্যালেঞ্জার্স।
৩।মনিকান্দা সুপার কিংস।
৪।দুর্দান্ত মনিকান্দা।
৪ দলের লড়াই শেষে "মনিকান্দা রাইডার্স" বনাম "দুর্দান্ত মনিকান্দা" ফাইনাল খেলায় অংশ নেয়।
ফলাফলঃ "দুর্দান্ত মনিকান্দা" ২ উইকেটে জয়ী হয়।
ফাইনাল খেলার কিছু অংশ এই ভিডিও তে তুলে ধরা হলো।
