আমাদের পরিচিতি
পিছনের কথাঃ
- "মনিকান্দা ডট কম" এর প্রাথমিক যাত্রা শুরু হয় ২০১৩ ইং সনের ৯ ডিসেম্বর। আরও আগে থেকে এই ডোমেইনটি রেজিস্ট্রেশনের চিন্তা করলেও বিভিন্ন কারনে তা কেনা হয়নি। যে উদ্দেশ্য নিয়ে ডোমেইনটি কেনা হয়েছিল সময়ের অভাবে সেটা পরিপূর্ণ করা সম্ভব হয়নি, যার কারনে বছর বছর শুধু Renew করে গিয়েছি এই আশায় যে একদিন সেটা সফল করব। টানা ৭ বছর Renew করেও যখন এটার কাজে হাত দিতে পারলাম না, তখন আশা ছেড়ে দিয়ে বাধ্য হয়ে ২০২১ এ এটা আর Renew করলাম না। Expired হয়ে থাকলো কয়েক মাস। পূনরায় রিনিউ করতে গিয়ে দেখি সেটা Lock হয়ে গিয়েছে, আর সম্ভব না। বাধ্য হয়ে অপেক্ষা করতে লাগলাম। অবশেষে ২০২১ এর ফেব্রুয়ারী ২৮ তারিখে সেটা আবার রেজিস্ট্রেশন করলাম।
লক্ষ্য ও উদ্দেশ্যঃ
- মনিকান্দা গ্রাম, গ্রামের সৌন্দর্য, গ্রামের প্রতিষ্ঠান, সংগঠন, রাস্তাঘাট সবকিছুর পরিচয় সবার সামনে তুলে ধরা এবং এগুলো উন্নয়নের জন্য চেষ্টা করা।
- গ্রামের অসহায় মানুষদের পাশে দাঁড়ানো - বুদ্ধি, মেধা, শ্রম, আর্থিক সহযোগীতা সহ সব ধরনের চেষ্টা করা।
- বাৎসরিক ইসলামিক প্রতিযোগীতা, খেলাধুলা, শিক্ষাবৃত্তি ... চালু করা/সহযোগীতা করা।
- আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে গ্রামের যোগ্য জনবলকে ফ্রিল্যান্সিং / আউটসোর্সিং এর মাধ্যমে আর্থিক উন্নয়নে সহযোগীতা করা।
- . . . . . . . . . অসমাপ্ত
